Our Sherpur

রাজিয়া কবির : ঐতিহ্যবাহী শেরপুরের মন্ডা

রাজিয়া কবির

’আমি শপিংহলিক মানুষ। খুব ভালো লাগে কেনাকাটা করতে। শুধু শাড়ি-গহনা না, খাবার কিনতেও ভালো লাগে। এখন তো সব ই উই থেকে কেনা হয়। আর কেনাকাটায় তুষ্ট হলে রিভিউ তো দিতেই হয় তাই না? এই রিভিউ দেয়ার গুরুত্ব টা ও কিন্তু উই থেকেই শিখেছি।

এবার বলি উই থেকে কেনা মন্ডার কথা। নিশ্চয়ই বুঝে গেছেন কার কথা বলবো! হ্যা একদম ঠিক Md. Daloare Hossain ভাইয়ের কথা। ভাইয়াকে আমরা তুলসীমালা হিসেবে চিনলেও এখন কিন্তু ঐতিহ্যবাহী শেরপুরের মন্ডাও বিক্রি করছেন ভাইয়া।

মন্ডার ছবি রাজিয়া কবির
মন্ডার ছবি রাজিয়া কবির

সেদিন তাঁত কন্যা Sharmin Islam Omi আপুর কাস্টমার মিট আপে নিয়েছিলাম দেলোয়ার ভাইয়ের মন্ডা মিঠাই। ছোটো বেলা মন্ডা খেয়েছি। কিন্তু অনেক বছর আর খাওয়া হয়নি। বাবার বাড়ি নিয়ে গিয়েছিলাম। সবাই খুব পছন্দ করেছে। আমার বাবা তো দেখেই বলছিলো, মন্ডা কই পেলা? বললাম উই থেকে।
ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ হারানো বা হারাতে বসা ঐতিহ্য কে তুলে ধরার জন্য।’

সূত্র : ফেসবুক

Leave a Reply

Scroll to Top