বাবার মল পরিস্কার করে পুত্র

বাবার মল পরিস্কার করে পুত্র

বাবার মল পরিস্কার করে পুত্র

শেরপুরের সিনিয়র সাংবাদিক ও কবি রফিক মজিদ ভাই এর অসুস্থ বাবাকে দেখতে আজ দুপুরে শেরপুর জেলা সদর হাসপাতালে যাই। গিয়ে দেখি সে রুমে একা তার বাবাকে ডাক্তারের পরামর্শ মতে লিকুইড খাবার (হরলিক্স) গুলে মুখে তুলে খাওয়াচ্ছে। বেশ ভালো লাগলো আমার। আমাদের সমাজে এমন দৃশ্য খুব বেশী দেখা যায় না। তাই আমার এ পোস্টটা দেয়ার উদ্যেশ হলো, আমাদের সমাজের সকল সন্তান যদি এমনি ভাবে বৃদ্ধ অবস্থায় তার মা-বাবাকে যত্ন করে তাহলে কতোই ভালো হতো। আমরাও একদিন বুড়ো হবো। এ দৃশ্য দেখে আমাদের পরবর্তি প্রজন্মও শিখবে এবং আমাদের পাশে থাকবে মৃত্যু পর্যন্ত।

Products list of Our Sherpur
শেরপুর জেলার যেসব পণ্য আওয়ার শেরপুর এ পাওয়া যায়।

রফিক মজিদ ভাই তার বাবার জন্য আপাতত সব ছেড়েছে, ব্যবসা, সাংবাদিকতা, সাহিত্য এবং নিজের সকল বিনোদন। তার বাবার মল পরিস্কার ও শরীরের ঘাঁ ড্রেসিং করছে নিয়মিত। ভালো লাগলো তাকে দেখে। দোয়া রইলো আংকেলের প্রতি, যেন দ্রুত সুস্থ হয়ে উঠে। ডাক্তার জানিয়েছে, তার বাবা বার্ধক্যজনিত কারণে ব্রেইন এর রগ শুকিয়ে যাচ্ছে, শরীরে পটাসিয়াম, সল্ট কমে গেছে এবং বুকে কফ ইনফেকশান জনিত কারণে চিকিৎসা চলছে। আরো কয়েকদিন ভর্তি থাকতে হবে তাকে। ব্রেইন রিকোভার না হলেও কফ ও অন্যান্য রোগ ভালো হলেই তারা বাসায় ফিরবে।

বাবার মল পরিস্কার করে পুত্র

Leave a Reply