নকশী বিওপি যুদ্ধ

গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত ছোট একটি গ্রামের নাম “নকশী” গ্রামটি ঝিনাইগাতী উপজেলার অন্তর্গত। নকশী গ্রামটি সীমান্ত পারে হওয়ায় শত্রুরা সর্বদাই নজর রাখত। দিনটি ছিল ১৯৭১ সালের ৩ আগস্ট, মঙ্গলবার। নকশীর বিওপিতে পাকবাহিনীর সাথে বড় রকমের সংঘর্ষ হয়৷ বহু মুক্তিযোদ্ধা শহিদ হন মাতৃভূমিকে রক্ষা করতে গিয়ে, তবে শেষ পর্যন্ত ক্যাপ্টেন আমীন আহমেদ চৌধুরী আহত অবস্থায় প্রাণে বেঁচে যান।

ঐদিন যাদেরকে বাংলা মায়ের জন্য চরম মূল্য দিতে হয়েছে তাদের নাম গুলো নিম্নে দেওয়া হলোঃ-
১. ল্যান্স নায়েক মো. ইউসুফ মিয়া
২. ল্যান্স নায়েক আবুল কালাম
৩. সিপাই ফয়েজ আহমদ
৪. সিপাই আব্দুস সাত্তার
৫. সিপাই শামসুজ্জামান
৬. সিপাই মো. সুজা মিয়া
৭. সিপাই হুমায়ুন কবীর
৮. সিপাই সিরাজুল হক
৯. সিপাই মোহাম্মদ আলী
১০. সিপাই মো. হানিফ
১১. সিপাই আব্দুস সালাম
১২. হাবিলদার নাসিরউদ্দিন।


তথ্য সূত্র- মুক্তিযুদ্ধের কিশোর ইতিহাস

Leave a Reply