Our Sherpur

তুলশীমালা চাল কেনাকাটায় ভিন্নতা – Muslimaa Mili

মুসলিমা মিলি: ’আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ্‌ আবার আরেকটা রিভিউ নিয়ে হাজির হয়ে গেলাম। দেলোয়ার ভাই এর তুলশীমালা চাল। বেশির ভাগ উদ্যোক্তা হয়, বিকাশ নয় তো ক্যাশ অন ডেলিবারি করে। কিন্তু আমি যাদের কাষ্টমার হচ্ছি, তারাই পেমেন্ট নেয়ার বেলায় তেমন কোন তাড়াহুড়ো নেই। দেলোয়ার ভাইয়ের চাল পেয়ে, রান্নায় বসিয়ে, ওনাকে ফোন দেই। ভাই চাল তো পেয়ে রান্না বসিয়ে দিসি টাকা তো বিকাশ করতে হবে। তবে, আমি ভেবেছিলাম ক্যাশ অন ডেলিবার, কিন্তু ডেলিভারি ম্যানকে টাকা দিতে গেলে ডেলিভারি ম্যান তো অবাক! আমিও অবাক! পরে ফোন দিয়ে সব ক্লিয়ার হয়েছি। আলহামদুলিল্লাহ্‌, দেলোয়ার ভাইয়ের কাষ্টমার কেয়ার অনেক ভাল। রেগুলার বিকাশ থেকে ভিন্ন ছিল ওনার পেমেন্ট সিস্টেম। দেলোয়ার ভাইয়ের সহযোগীতায় পেমেন্ট সিস্টেমটা জানতে পারি এবং পেমেন্টে ক্যাশব্যাক আসে। সবকিছু মিলিয়ে ওনার কাষ্টমার কেয়ার আমার বেশ ভাল লাগছে। ভাল থাকবেন দেলোয়ার ভাই। আপনার জন্য দোয়া আর শুভ কামনা রইল।’

সূত্র: ফেসবুক

Leave a Reply

Scroll to Top