Our Sherpur

তুলশীমালা চালের রান্না খেয়ে ফ্যান হয়ে গেছে

ঐশী তাবাসসুম: আজকে আমাদের বাসায় শেরপুরের তুলসীমালা চালের তেহারী রান্না হয়েছে? মাশাল্লাহ? আব্বু আম্মু খেয়ে খুব খুশি হয়েছে। আম্মু রান্না করেছে খেতে খুব মজা হয়েছে। আমার আত্মীয়ের বাসায় এক প্যাকেট উপহার দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, তাদের বাসার সবাই খেতে খুব প্রশংসা করছে। তুলসীমালা চালের খাবার মানেই আমাদের বাসায় উৎসবের আমেজ?

আমাদের রিলেটিভ ও আব্বু বলেছে ঈদের পর আরো ১০ কেজি তুলসীমালা চাল অর্ডার করবে। সারামাসে খিচুড়ি ও বিরিয়ানি হবে শুধু তুলসীমালা চালের!? আমি কি বলব? আমি তো এমনি পাগল এই চালের জন্য! আমি তো উনাদের রিভিউ শুধু দিতে আসলাম। গতবার খিচুড়ি রান্না করে তাড়াহুড়াতে ছবি তোলা হয় নি, আজ একদম আগেই ছবি তুলে ফেলেছি। আব্বু বলছে, হ্যাঁ হ্যাঁ, উই গ্রুপে ছবি ছেড়ে দাও? উই গ্রুপে এক্টিভ থাকার জন্য আমার পরিবার আমাকে এখন সাপোর্ট করে। তুলসীমালা চালের রান্না খেয়ে আরো ফ্যান হয়ে গেছে। কি মজা!?

Leave a Reply

Scroll to Top