Our Sherpur

জেলা ওয়েবসাইটের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

জেলা ওয়েবসাইটের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

একটা সময় আমরা হার্ডকপিতে অভ্যস্ত থাকলেও বর্তমানে সফট কপিতে আগ্রহী হয়ে উঠছি। হার্ডকপি সহজে এডিট করা যায় না, যেখানে সেখানে বহন করা যায় না, যেকোন টপিক বা লাইন সহজে খুজে পাওয়া যায় না। বই রাখার জন্য আলাদা বুক সেলফ ও রুমের প্রয়োজন হয়। আবার বেশি দিন নাড়াচাড়া না হলে পোকামাকড়ের আক্রমণ ইত্যাদি হয়।

Products list of Our Sherpur
শেরপুর জেলার যেসব পণ্য আওয়ার শেরপুর এ পাওয়া যায়।

সবসময় মানুষের সকল বইয়ের প্রয়োজন না হওয়ায় সাথে রাখে না। আমরা যখন অবসর থাকি তখন জেলার ইতিহাস, ঐতিহ্য, অর্থনীতী ইত্যাদি নিয়ে পড়তে মন চায় কিন্তু হার্ডকপিতে থাকার কারণে বিভিন্ন প্রতিবন্ধকতায় পড়া হয়ে উঠে না অনেক সময়। কিন্তু হার্ডকপির সকল তথ্য যদি সফটকপিতে রূপ নেয় তাহলে এতো এতো ঝামেলা শেষ হয়ে যাবে।

তেমনি আমরা যদি জেলা ওয়েবসাইট তা সংরক্ষণ করি তাহলে যেকোন সময় সহজে এডিট করে তথ্যের আপডেট করা যাবে, বহন করতে হবে না, যেকোন লাইন বা টপিক খুজে পাওয়া যাবে খুব সহজে, আলাদা বুক সেলফের প্রয়োজন নেই, পোকামাকড়েরর অত্যাচার নেই। এতে মানুষের যেমন ব্যয় কমবে, তেমনি আমাদের লেখা যেকোন মানুষ যেকোন সময় যেকোন স্থান থেকে পড়তে পারবে। তাই জেলা ওয়েবসাইটের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসিম।

শেরপুরের সাহিত্য চর্চা
সাহিত্যের অনুসন্ধানে গ্রন্থাগারে

জেলা ওয়েবসাইট সংক্রান্ত সকল পোস্ট এখানে

1 thought on “জেলা ওয়েবসাইটের গুরুত্ব ও প্রয়োজনীয়তা”

Leave a Reply

Scroll to Top