Our Sherpur

জেএনজে পাঁচ টাকা তহবিলের ঈদ উপহার

জারিন তাসনিম: একটি মহৎ উদ্দেশ্য আমাদের ১০কেজি চাল দরকার ছিল। চিনি গুড়া চাল কিনবে কিনা জানতে চায় পার্টনার Oareasa Mostafa Joy । আমি উনাকে তুলশীমালা চালের গুনাগুণ বললাম। উনি বললেন ঠিক আছে দেখো পাও কিনা ভাইয়ার সাথে কথা বলে জানাও। বৃহস্পতিবার রাত ৮:৩২ মিনিটে Md Daloare Hossain ভাইয়া কে নক করি তুলশীমালা চালের জন্য। ভাইয়া বলেন, “অর্ডার নেওয়া বন্ধ করে দিছি। আগামীকাল ঢাকায় লাস্ট হোম ডেলিভারি”। আমার তো চোখে পানি চলে আসছিল। পরে ভাইয়া কে বুঝিয়ে বললাম এবং ১১কেজি চাল চাইলাম। ভাইয়া‌ জানালেন ১০ বা ১২.৫ নিতে হবে কারণ প্রতি ব্যাগে ২.৫ কেজি চাল আছে। আমি সময় না নিয়ে ১২.৫ কেজি চাল অর্ডার করলাম এবং অনুরোধ করলাম পরের দিন (শুক্রবার) ভেলিভারি দিতে। ২.৫ কেজি আমার পার্টনারের জন্য।

ডেলিভারি ম্যান জানান শনিবার ভেলিভারি হবে। আমার মাথায় হাত। কারণ শনিবারে (আজ) উপহার দিবো। সাথে সাথে ভাইয়া কে জানালাম এবং বললাম রাত হলেও ভেলিভারি দিতে। অবশেষে গতকাল শুক্রবার রাত ৯:৪০মিনিটে ভেলিভারি পেয়ে যাই। আজ সব চলে গিয়েছে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ?। আর গতরাতে আমার পার্টনার তুলশীমালা চালের ভাত খেয়ে খুব সন্তুষ্ট। ভোজন রসিক মানুষ টার ঈদ ছিল গতরাতে ?। অনেক প্যারা দিয়েছি ভাইয়া। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ। অনেক ধন্যবাদ এতো কম সময়ে বোনের আবদার রাখার জন্য। উই বলেই এটা সম্ভব হয়েছে। Razib Ahmed স্যার এবং নাসিমা আক্তার নিশা আপুর কাছে কৃতজ্ঞতার শেষ নেই এই সুন্দর প্লাটফর্মের জন্য ❤️। উই আছে বলেই এমন ভালোবাসার নজির দেখা যায়। তুলশীমালা চালের জন্য শুভ কামনা ❤️❤️

Leave a Reply

Scroll to Top