Our Sherpur

খেতাব পাওয়া শেরপুরের মুক্তিযোদ্ধাদের তালিকা

মাতৃভূমিকে রক্ষা করার জন্য যাঁরা অসীম সাহসিকতার সঙ্গে ভূমিকা রাখেন স্বাধীনতার পর তাদের বীরত্বপূর্ণ খেতাবে ভূষিত করা হয়। মুক্তিযোদ্ধাদের মোট চারটি খেতাবে সম্মানিত করা হয়৷
বীরশ্রেষ্ঠ ৭ জন,
বীর উত্তম ৬৮ জন,
বীর বিক্রম ১৭৫ জন এবং
বীর প্রতীক ৪২৬ জন সহ মোট ৬৭৬ জন কে সম্মানি খেতাব দেওয়া হয়। শেরপুরের ৩ জন মুক্তিযোদ্ধার নামও অন্তর্ভুক্ত রয়েছে।

‌১. মোতাসিম বিল্লাহ বীর বিক্রম: তাঁহার জন্ম শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নেী মলমারী গ্রামে। বাবার ছিলেন শাহ্ মোশাররফ হোসেন এবং মাতা ফজিলাতুন্নেছা।

২. জহুরুল হক মুন্সি বীর প্রতীক (বার): তাঁহার জন্ম শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলায়। স্বাধীনতা যোদ্ধে বীরত্বের কারণে কোন যোদ্ধাকে সরকার একই বীরত্ব পদক দুই বার সম্মানিত করলে নামের শেষে “উপাধির” পর “বার” লিখতে হয়।

৩. আব্দুল্লাহ আল-মাহমুদ বীর প্রতীক: তাঁহার জন্ম শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার কাকিলাকুড়ায়। বাবার নাম মফিজল হক এবং মায়ের নাম রোকেয়া হক।
৪. শহীদ নাজমুল আহসান: তাঁহার জন্ম শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার কাকরকান্দি ইউনিয়নের বরুয়াজানী গ্রামে। পিতার নাম মরহুম সেকান্দর আলী তালুকদার এবং মাতার নাম নুরজাহান বেগম তালুকদার। তিনি ‘২০১৭ সালে রাষ্ট্রের সর্বোচ্চ পদক ‘স্বাধীনতা পদক’ (মরণোত্তর) পেয়েছেন।



তথ্য সূত্র- মুক্তিযুদ্ধের কিশোর ইতিহাস
উইকিপিডিয়া

Leave a Reply

Scroll to Top