কালিদহ সাগর

কালিদহ সাগর

কালিদহ সাগর

শেরপুরের গড়জরিপায় অবস্থিত যে জলাশয়টি রয়েছে, লোকমুখে সেটি কালিদহ সাগর নামে পরিচিত। বহু আগে দেবীর অভিশাপে চাঁদ-সওদাগরের ডিঙ্গা এ সাগরে ডুবে যায়। ডিঙ্গা ধ্বংসের চিহ্ন এখনো রয়েছে এই সাগরে। ডিঙ্গা ধ্বংসের চিহ্নটি মাটির উঁচু স্তূপে রূপান্তরিত হয়েছে। ডিঙ্গা ধ্বংসের স্থানটি ভূমির উচ্চতা থেকে কয়েক ফুট উঁচুতে অবস্থান করে। বন্যার সময় যখন জলাশয় পানিতে পূর্ণ হয়ে যায় তখনো ডিঙ্গির সেই স্থানটুকু পানির কয়েক ফুট উঁচুতেই থেকে যায়। কখনো তা তলায় না। সাগরের আশেপাশের মানুষজন এখনো চাঁদ-সওদাগরের ডিঙ্গার রহস্য উন্মোচন করতে পারিনি।

Products list of Our Sherpur
শেরপুর জেলার যেসব পণ্য আওয়ার শেরপুর এ পাওয়া যায়।

প্রায় ১৫০ বছর আগে কোচ সামন্ত আমল থেকে ঐতিহ্যবাহী গড় জড়িপা মাটির দুর্গসংলগ্ন কালিদহ সাগরে বারুণী স্নান অনুষ্ঠিত হয়ে আসছে। কিন্তু বর্তমানে ওই কালিদহ সাগর শুকিয়ে যাওয়ায় এর জৌলুস কমে গেছে। এ ছাড়া আগে এখানে ১৫ দিনব্যাপী মেলা বসত। সে মেলাও এখন আর হয় না। তবে এখন স্নানের দিন ভোর থেকে বেলা ১২টা পর্যন্ত চলে মেলা।

রাইজিংবিডি

Leave a Reply