Our Sherpur

ইতিহাস ইতিহ্যে গড়জড়িপা

ইতিহাস ইতিহ্যে গড়জড়িপা

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার অন্তর্গত একটি ঐতিহ্যবাহী গ্রাম ও ইউনিয়ন হলো গড়জড়িপা। প্রাচীন কাল থেকে ইতিহাস, ঐতিহ্য এবং ভাবমুর্তি সমুন্নত রেখে আসছে এ গড়জড়িপা। গড়জড়িপায় দাড়িয়ে আছে ঐতিহ্যবাহী বারদুয়ারী মসজিদ, সূফী দরবেশ জরিপ শাহর মাজার, চাঁদ সদাগরের মধুকর ডিঙ্গি, কালিদহ সাগর সহ আরও অনেক দর্শনীয় স্থান। এ গ্রামে প্রতিদিন ভ্রমণ পিপাসুরা আসেন ঐতিহ্য ও দর্শনীয় স্থান গুলো দেখতে। এছাড়াও দরবেশ জরিপ শাহর মাজার জিয়ারত ও বারদুয়ারী মসজিদে জুম্মা নামাজ আদায় করে ধর্মপ্রাণ মুসল্লিরা প্রতি শুক্রবার ছুটে আসে।

Products list of Our Sherpur
শেরপুর জেলার যেসব পণ্য আওয়ার শেরপুর এ পাওয়া যায়।

জেলা শহর শেরপুর থেকে মাত্র ৮ কিলোমিটার উত্তর পশ্চিম দিকে অতীক্রম করলেই গড়জরিপা গ্রাম। শহর থেকে যেতে হলে খোয়ারপাড় শাপলা চত্বর থেকে অটো (ইজি বাইক) বা নিজস্ব গাড়ী যোগে উত্তর দিকে কালিবাড়ি বাজার থেকে পশ্চিম দিকে গড়জরিপা। আর ঝিনাইগাতি বা নালিতাবাড়ি থেকে আসতে হলে কালিবাড়ি হয়ে আসতে হবে। এবং শ্রীবরদী থেকে আসতে হলে কুরুয়া বাজার হয়ে গড়জরিপায় আসতে হবে।

গড় জরিপার দূর্গ
বারো দুয়ারী মসজিদ,

Leave a Reply

Scroll to Top