Our Sherpur

আমি শেরপুর থেকে বলছি

লেখকঃ সাগর আহমেদ


আমি শেরপুর থেকে বলছি বন্ধু তুমি কোথায়?
বাংলার যেখানেই থাকো আমি তোমাকেই চাই!
আছে যুদ্ধ প্রস্তুত সেনা তৈরি যুদ্ধের ময়দান,
কোথায় আছো এক হও ডাকে তাড়াব সব শয়তান!
আজকের যুদ্ধ নয় গোলা বারুদ অস্ত্র রিভলবার,
আমাদের অস্ত্র শিক্ষার আলো কলম তলোয়ার!
বন্ধু তুমি শুনছো আমি শেরপুর থেকে বলছি?
কেনো গায়ের তাজা রক্ত তোমার হয়না গরম?
শত অপরাধে আমরা সমাজে জ্বলছি!
বাংলা থেকে বলছি জাগো বাঙালি দলে দলে,
অপরাধ হোক শত হবে নিঃশেষ সবাই এক হলে।
নেইতো সময় আর বসে থাকার দর্শক সারিতে,
আমরা পালোয়ান বিজয়ী যুগ শতাব্দিতে।
আমরা সূর্য রাতের শেষের প্রভাতি বেলার,
আমরা জোছনার আলো যখন পৃথিবী আধার।
আমি শেরপুর থেকে বলছি বন্ধু তুমি বলো,
কে আছো কোথায় বসে থাকার সময় তো আর নাই,
ঐক্যের দলে এসে দৃঢ় পায় সংগ্রামে চলো।
একুশ বসন্ত চললো আমার তোমার আঠারো,
আমরা কঠিন আগুন মনে জেগেছে ফাগুন,
ভয়কে করব বিনাশ সে ভয় হোক না যত বড়।
আমি বাংলাদেশ থেকে বলছি শোন হে বিশ্ব,
মিথ্যার দাপট খানিক সময় সত্য অবিনশ্ব।
আমি বাংলা থেকে করব বিশ্ব শাসন,
আমার সদিচ্ছা মনোবল এনে দিবে সেইদিন,
আনাচে কানাচে পৃথিবীর সকল প্রান্তরে,
যারা সংগ্রামী সত্যের পুজারি একনিষ্ঠ,
তারা যেখানেই থাকুক বন্ধু আমার চিরদিন।
আমি বিশ্ব থেকে বলছি এ বিশ্ব স্রষ্টার,
এখানে জালিমের কিছু করার নেই অধিকার।
আমি শেরপুর থেকে বলছি, পড়তে মালা বিজয়;
বাংলার মঞ্চে লক্ষ্য পুরণে আমি করি অভিনয়।
শত কোটি লোক যারা জোয়ান বলবান যুবক,
আমার দলে তারা নিজের ইচ্ছায় দিয়েছে যোগ,
এবার বিচার হবে বিশ্ব দেখবে সততার জয়।
আমি বাংলা থেকে বলছি হে বিশ্ব হও সাবধান,
তোমার দাপট আমি করব রোধ অন্যায় জুলুম আর-
নিশ্চিহ্ন করব মনুষ্যত্বহীন যারা শয়তান।
রচনাকালঃ ৭.২.১৭!

Leave a Reply

Scroll to Top