শেরপুর জেলার প্রাচীন ও বর্তমান নদীর নাম সমূহ-
জেলা শহর শেরপুরের ১৫০ বছরের ইতিহাসে ১৬ টি নদীর কথা জানা যায়। প্রাচীন গ্রন্থগুলোতে যে ১৬ টি নদীর নাম পাওয়া যায় সেগুলো হলোঃ
১। ব্রহ্মপুত্র
২। মালিঝি
৩। সোমেশ্বরী
৪। মৃগী
৫। বেত্রবতী
৬। মহাঋষি
৭। থলঙ্গ
৮। ভোগবতী
৯। খারুয়া
১০। দর্শা
১১। ভুরাঘাট
১২। বলেশ্বরী
১৩। সুতী
১৪। মরাখড়িয়া
১৫। বৃদ্ধ ভোগবতী
১৬। খড়িয়া।
এই ১৬ টি নদীর মধ্যে ৮ টি নদীই বিলীন হয়ে গেছে। প্রাকৃতিক দুর্যোগ, মানুষের নদী দখল বা ভরাট, নদীর গতিপথের পরিবর্তন ইত্যাদির কারনে এমনটা হয়েছে। অন্যদিকে বাকি যে ৮ টি নদী এখনো কালের সাক্ষী হয়ে টিকে আছে সেগুলো হলোঃ
১। ব্রহ্মপুত্র
২। মৃগী
৩। সোমেশ্বরী
৪। মালিঝি
৫। ভোগবতী থেকে নাম পরিবর্তন হয়ে ভোগাই নদী।
৬। মহাঋষি থেকে বর্তমান নাম নিয়েছে মহারশি।
৭। থলঙ্গ থেকে চেলাখালি।
৮। বেত্রবতী থেকে নেতাই নদী নাম ধারণ করেছে।
তাছাড়া, ‘দশানি’ নামে নতুন একটি নদীর সৃষ্টিও হয়েছে।
অর্থাৎ পরবর্তীতে এসে ৪ টি নদীকে নতুন নাম করণ করা হয়েছে।
বর্তমান নদীগুলোর গতিধারা ঠিক রাখতে, অবৈধ দখলের হাত থেকে নদীকে বাঁচাতে, সরকার-প্রশাসন এবং সচেতন নাগরিকদের সজাগ থাকা ও এগিয়ে আশা আবশ্যক।
তথ্য সংগ্রহঃ সাগর আহমেদ।
উৎসঃ বাংলাদেশ প্রতিদিন।
১ মে ২০১৮।