Our Sherpur

শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি

শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি

শেরপুর জেলার ব্যবসায়িদের শীর্ষ সংগঠন হিসাবে “শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি” (SCCI) ২৬ ফেব্রুয়ারি ১৯৯১ সালে ব্যবসায়িদের স্বার্থে পথচলা শুরু করে। এ সংগঠনের মূল উদ্দেশ্য ব্যবসায়ীদের সামগ্রিক ভাবে সহযোগিতা করা এবং ব্যবসা উন্নয়নে কাজ করা। এই সংগঠনের পক্ষ থেকে প্রতি বছর ব্যবসায়ীদের স্বার্থে শিল্প ও বাণিজ্য মেলার আয়োজন করা হয়। এই সংগঠন ১৯১৩ সালের কোম্পানী আইনের (৭ম আইন) ২৬ নং ধারার অন্তর্ভুক্ত ও বাণিজ্য মন্ত্রণালয়ের ১২ই মার্চ ১৯৯৪ এবং ৪টা জুলাই ১৯৯৪ তারিখের প্রজ্ঞাপন দ্বারা সংশোধিত করা হয়।

Products list of Our Sherpur
শেরপুর জেলার যেসব পণ্য আওয়ার শেরপুর এ পাওয়া যায়।

আহ্বায়ক ও সভাপতির তালিকা:

নামপদবীমেয়াদকাল
নিজাম উদ্দিন আহম্মদআহ্বায়ক২৬-২-১৯৯১ থেকে ২৬-৫১৯৯১
এম. আব্দুর রহমান লিলুসভাপতি২৬-৫-১৯৯১ থেকে ৩০-৬-১৯৯৩
মোঃ আমজাদ হোসেনসভাপতি৩০-৬-১৯৯৩ থেকে ২৯-১২-১৯৯৫
গোলাম মোঃ কিবরিয়াসভাপতি২৯-১২-১৯৯৫ থেকে ৩০-১২-১৯৯৭
মোঃ মাছুদসভাপতি৩০-১২-১৯৯৭ থেকে ২৯-১২-২০১০
গোলাম মোঃ কিবরিয়াসভাপতি২৯-১২-২০১০ থেকে ২৭-১২-২০১৪
আলহাজ্ব মোঃ মাছুদসভাপতি২৭-১২-২০১৪ থেকে ২৫-১২-২০১৯
আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান রওশসভাপতি২৫-১-২০১৯ থেকে বর্তমান
সূত্র : শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি

এ সংগঠন পরিচালনার জন্য ২ বছর মেয়াদি কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়। কার্যনির্বাহী পরিষদ গঠিত হয় ১৯ সদস্য (বর্তমান) বিশিষ্ট। বর্তমানে (১৯৯১-২০১৮) এই ব্যবসায়ী সংগঠনের সদস্য (সাধারণ সদস্য- ২৩১০, সহযোগী সদস্য- ৮১৩ এবং গ্রুপ সদস্য- ২৩) ৩১৪৬ হাজার। 

ঠিকানা: নয়আনী বাজার, শেরপুর টাউন, শেরপুর- ২১০০
ফোন: (০৯৩১) ৬১২৯৩, ৬১৬৩১
ই-মেইল: [email protected] 
ওয়েবসাইট: www.sherpurchamber.com

Leave a Reply

Scroll to Top