Our Sherpur

এক নজরে নকলা উপজেলা

শেরপুর জেলার দক্ষিণ পূর্বদিকে নকলা উপজেলা অবস্থিত। আগে নালিতাবাড়ি থানার সঙ্গে একত্রে ছিল। নকলায় একটি পুলিশ ফাঁড়ি থানা ছিল। বৃটিশ সরকারের প্রশাসনিক প্রয়োজনে এই ফাঁড়িকে কেন্দ্র করে একটি থানায় পরিণত হয়। এই উপজেলায় অতীতে হিন্দু, মুসলিম এবং গারো উপজাতিরা বসবাস করতো। বর্তমানে হিন্দু সম্প্রদায় টুকটাক দেখা গেলো গারোর দেখা মিলছে না।

নামকরণ
নকলা শব্দটি এসেছে আরবি নাখলা শব্দ থেকে এর অর্থ খেজুরের বাগান।

মুক্তিযুদ্ধ
১৯৭১ সালের ৯ ডিসেম্বর নকলা শত্রু মুক্ত হয়।

প্রশাসনিক এলাকা

  • নকলা উপজেলা সৃষ্টিঃ ১২ নভেম্বর ১৯২২ খ্রীস্টাব্দ।
  • জেলা শহর থেকে দূরত্বঃ ৩১ কিলোমিটার।
  • আয়তনঃ১৭৪.৮০ কি. মি. বা ৬৭.৪৯ বর্গমাইল।
  • পৌরসভাঃ ১ টি।

নকলা উপজেলায় ইউনিয়নঃ ৯ টি।

১। গনপদ্দী
২। নকলা
৩। উরফা
৪। গৌড়দ্বার
৫। বানেশ্বরদী
৬। পাঠাকাটা
৭। চর অষ্টধর
৮। টালকী এবং
৯। চন্দ্রকোনা

  • জনসংখ্যাঃ ১,৯৮,০৮১ জন।
  • জনসংখ্যার ঘনত্বঃ ১,১৩৩ জন (প্রতি বর্গ কি. মি.)
  • গ্রামঃ ১৭৭ টি।
  • মৌজাঃ ৮৮ টি।
  • মসজিদঃ ২৯৮ টি।
  • মন্দির সংখ্যাঃ ২ টি।
  • গীর্জাঃ ২ টি।
  • হাট-বাজারঃ ১৭ টি।

শিক্ষা সংক্রান্ত তথ্য

  • সরকারি প্রাথমিক বিদ্যালয়ঃ ৫৬ টি।
  • বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ঃ ৩০ টি।
  • সরকারি কলেজঃ ১ টি।
  • বেসরকারি কলেজঃ ২ টি।
  • দাখিল মাদ্রাসাঃ ১৬ টি।
  • আলিম মাদ্রাসাঃ ১ টি।
  • ফাজিল মাদ্রাসাঃ ২ টি।

স্বাস্থ্য সংক্রান্ত তথ্য

  • উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সঃ ১ টি।
  • উপজেলা পরিবার কল্যাণ কেন্দ্রঃ ৮ টি।
  • ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রঃ ৮ টি।

নদ-নদী

  • ভোগাই
  • বলেশবর
  • মৃগী
  • সুতী
  • পুরাতন ব্রহ্মপুত্র

দর্শনীয় স্থান

  • বেড় শিমুল গাছ, নারায়নখোলা।
  • অলৌকিক গাজীর দরগা, রুনিগাও।
  • সুইচ গেট, চন্দ্রকোনা।
  • মাটি অফিস, চন্দ্রকোনা।
  • ব্রহ্মপুত্র নদ ব্রীজ, চন্দ্রকোনা বাজার।
  • মুন্সি দাদার মাজার, নয়াবাড়ি, বিবিরচর।

অর্থনীতি

নকলার অর্থনীতি কৃষিনির্ভর। এখানে প্রচুর পরিমাণে ধান, পাট, আলু, শসা এবং অন্যান্য মৌসুমি সবজি ফলে। নকলায় অধিকাংশ জমি বেলে এবং বেলে দোঁয়াশ হওয়ায় এখানে আলু, বাদামও হয় প্রচুর।

বিশিষ্ট ব্যক্তি

  • প্রয়াত সাংবাদিক বজলুর রহমান।
  • মতিয়া চৌধুরী – রাজনীতিবিদ, কৃষিমন্ত্রী।
  • জাহেদ আলী চৌধুরী – রাজনীতিবিদ, শিল্পপতি।

পোস্ট কোড

  • নকলা- ২১৫০
  • গনপদ্দী- ২১৫১

সূত্র : শেরপুর জেলার ইতিবৃত্ত (বই) ও ইন্টারনেট।

Leave a Reply

Scroll to Top