ডেস্ক নিউজ : “সুস্থ দেহ সুন্দর মন, শিক্ষাই জাতির উন্নয়ন” -শ্লোগানকে সামনে রেখে শিক্ষাসেবায় নিরলসভাবে কাজ করে যাওয়া প্রতিষ্ঠান “দরিদ্র ও অসহায় শিক্ষার্থী উন্নয়ন সংস্থা (ডপস)” এর আয়োজনে স্বাস্থ্য বিধি মেনে, করোনায় স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ঝিনাইগাতি উপজেলার তেঁতুলতলা বাজার সংলগ্ন নর্থ স্টার স্কুলে ডপসের প্রতিষ্ঠাতা শাহিন মিয়া, বিএসপির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জোলগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম। এছাড়া নর্থস্টার স্কুলের প্রধান শিক্ষক, ডপস সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, স্কুল এবং কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
করোনার সময় দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও যেন শিক্ষার্থীরা বাসায় পড়ালেখা চালিয়ে যায় এ বিষয়ে পরামর্শ প্রদান করা হয়। বক্তব্য শেষে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।