কবি : আঃ হাকিম সাব্বির
পূর্বের মতো নেইতো আর
গ্রামীণ ঐক্য সমাজ,
বেড়ে গিয়ে দুঃখ দুর্দশা
হিংস্বা-বিদ্ধেষ অকাজ।
জনসংখ্যা বেড়ে এখন
ভেঙ্গে গেছে বন্ধন!
আনন্দ সুখ বিলিন হয়ে
বেদনার সেই ক্রন্দন!
গাঁয়ের ছেলে শিক্ষিত হয়ে
পেতো যদি চাকরি,
পরিবার নিয়ে শহর মুখী
গাঁয়ের বাড়ি নাকড়ি!
মুর্খ লোকে গাঁয়ে থাকে
আঁধার ঘেরা জীবন,
দুঃখ-কষ্টে জীবন কাটায়
ঘনিয়ে রয় মরণ।
গাঁয়ের কিছু বিত্ত আছে
নেয়না কারো খোঁজ,
সুযোগ বুঝে পক্ষ ধরে
স্বার্থে আছে বুঝ।